ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে কোভিড-১৯-এর প্রথম টিকা নিয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রেজিস্ট্রেশন করে আজ সকাল ৯টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড সেন্টারে তিনি টিকা গ্রহণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। খুব সুন্দর পারিবেশে সুশৃংখলভাবে টিকাদান কার্যক্রমে পরিচালনার জন্য ড. মুহাম্মদ সামাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।